ফের বঙ্গ বিজেপিতে দ্বন্দ্ব! শুভেন্দু-দিলীপ মতানৈক্য আরও একবার সামনে এল। শীতকালীন অধিবেশনে তৃণমূল-বিজেপির তরজায় উত্তপ্ত বিধানসভা। অশালীন আচরণের জন্য সম্পূর্ণ অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। এরই পাল্টা হিসেবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। কিন্তু দলেরই একাংশ এই সিদ্ধান্তে একমত নন। বিজেপি সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, বয়কট রাজনীতি বাংলায় বন্ধ করা উচিত।
এদিন বিধানসভায় আম্বেদকর মূর্তিতে গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণের কর্মসূচি সারেন শুভেন্দু অধিকারী। নিজের ঘরে বসে সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক সেরে বেরিয়ে যান। এরপরই বিধানসভায় আসেন দিলীপ ঘোষ। শুভেন্দুর ঘরেই তাঁর পাশের চেয়ারে বসেন তিনি। দিলীপকে উত্তরীয়, ফুল নিয়ে স্বাগত জানান বিধায়ক মনোজ টিগ্গা। কফি খাওয়ানো হয় তাঁকে। এরপরই বিজেপির বয়কট নিয়ে সাংবাদিককে সামনে মুখ খোলেন দিলীপ। জানিয়ে দেন, "এই বয়কটের রাজনীতি কালচার বদল হওয়া দরকার। এভাবে বিধানসভার গরিমা কমে যাচ্ছে। আমাকেও বয়কট করা হয়েছিল। রাস্তাঘাটে কালো পতাকা, বিক্ষোভ দেখানো হয়। বিজেপি ক্ষমতায় এলে এর বদল হবে।"