দিলীপ ঘোষকে(Dilip Ghosh) সতর্ক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। চিঠি দিয়ে ‘সংবাদমাধ্যমের সামনে সংযত হওয়ার’ নির্দেশ দেওয়া হয়েছে দিলীপকে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দলের সাধারণ সম্পাদক অরুণ সিং(BJP leader Dilip Ghosh) এই চিঠি দিয়েছেন। প্রসঙ্গত, গত শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বেশ কিছু মন্তব্য করেছিলেন দিলীপ। দলের একাংশের মতে তা যথেষ্ট ‘বিতর্কিত’।
কড়া চিঠিতে বিশেষভাবে সতর্ক করে সংযত থাকতে বলা হয়েছে দিলীপকে(BJP warned Dilip Ghosh)। চিঠিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ‘আগে অনেকবার আপনাকে সতর্ক করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না।’
আরও পড়ুন- TMC group clash in Malda:মালদহে জমি বিবাদ থামাতে গিয়ে বিতর্কে এসআই, ‘ক্লোজড’ সমীর সাহা
দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP Nadda) নির্দেশেই দিলীপকে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে অরুণ লিখেছেন, ‘আপনার বেশ কিছু বিবৃতি এবং ক্ষোভ প্রকাশ করে করা মন্তব্যে রাজ্য নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন। একইসঙ্গে বিড়ম্বনায় পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বও।’
যদিও সংবাদমাধ্যমের সামনে সংযত হওয়ার নির্দেশ সংক্রান্ত কোনও চিঠি এখনও হাতে পাননি বলেই দাবি দিলীপ ঘোষের(BJP Leader Dillip Ghosh)। চিঠি হাতে পেলেই জবাব দেবেন বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।