বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রায় লক্ষাধিক ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি। মঙ্গলবার এই খবর সামনে আসতেই দিলীপ ঘোষকে দেখে 'জয় বাংলা' স্লোগান তুললেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
এমনকি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে দেখে গো-ব্যাক স্লোগানও দিতে দেখা যায় ঘাসফুল সমর্থকদের। যদিও এসব শুনে মোটেও রেগে যাননি দিলীপ ঘোষ। বরং হাসিমুখে তৃণমূল কর্মীদের দিকে হাত নাড়তে দেখা যায় তাঁকে।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিল দিলীপ ঘোষ। আর প্রতিপক্ষ ছিল তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ। মঙ্গলবার সকাল থেকেই এই কেন্দ্রে ভোট গণনা শুরু হতেই দেখা যায় এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। দিনের শেষে মোট ১ লক্ষ ৩৬ হাজার ৮২৭ ভোটে হেরে গিয়েছে দিলীপ ঘোষ।