'সরকার সবাইকে কামড়াচ্ছে'। চাকরিপ্রার্থীর হাতে পুলিশকর্মীর কামড়ের ঘটনায় বৃহস্পতিবার এমনই প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। এদিন নিউটাউনে প্রাতঃভ্রমণ সেরে বেড়িয়ে তাঁর আরও দাবি, ডিএ নেই, চাকরি নেই। সরকার অথৈ জলে পড়েছে। পাশপাশি মুখ্যমন্ত্রীকে তাঁর কটাক্ষ, 'মুড চেঞ্জ করার জন্য উনি কখনও চেন্নাই যাচ্ছেন, কখনও দার্জিলিং যাচ্ছেন।' পুলিশকে 'তৃণমূলের ক্যাডার' বলেও কটাক্ষ করেন দিলীপ। তাঁর আরও দাবি, বলেন, “পুলিশকে দিয়ে তোলা তোলানো হচ্ছে। গরুর টাকা উঠছে।”
বুধবার সকাল থেকেই আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ২০১৪ সালের টেট পরীক্ষার্থীরা । প্রথমে তাঁরা শিয়ালদহে জমায়েত করা শুরু করেন । তারপর সেখান থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে ধর্মতলা, এক্সাইড মোড়ে জমায়েত করতে শুরু করেন । প্রস্তুত ছিল পুলিশও । টেট প্রার্থীদের বিক্ষোভ আটকাতে সবরকমের প্রস্তুতি নিয়েছিল তাঁরা । ধর্মতলা থেকে মেট্রোয় চেপে তাঁরা সল্টলেকে যেতে পারেন, এই আশঙ্কায় সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ।
তবে মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। ধর্মতলা ও এক্সাইড মোড়েই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । টেট প্রার্থীদের আন্দোলনে পুলিশ বাধা দিতেই রণক্ষেত্রের চেহারা নেয় । দ্রুত নিয়োগের দাবিতে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । এরপরই শুরু হয়ে যায় পুলিশি ধরপাকড় । একাধিক চাকরি প্রার্থীকে আটক করে পুলিশ । প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা । মাথা ফাটে এক চাকরি প্রার্থীর । এরপরেই পুলিশের গাড়ির নিচে শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা । অভিযোগ, তাঁদের টেনে হিচড়ে গাড়িতে তোলে পুলিশ । শুধু তাই নয়, এক মহিলা আন্দোলনকারীর হাত কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে।