রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) পদ্মভূষণ (Padma Bhushan) সম্মান প্রত্যাখ্যান করেছেন। এই ইস্যুটি নিয়ে বামপন্থীদের বিরুদ্ধে তোপ দাগলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "বুদ্ধবাবু পদ্মভূষণ নাও নিতে পারেন, সেটা ওঁর ব্যক্তিগত ব্যাপার। তবে কমিউনিস্টরা তো চিরদিনই দেশের পরম্পরা ও সংস্কৃতিকে অপমান করেছে।"
বুধবার প্রজাতন্ত্র দিবসের সকালে মেদিনীপুর শহরের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন কর্মসূচিও সারেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) পদ্মভূষণ (Padma Bhushan) প্রত্যাখ্যান নিয়ে মন্তব্য করেন।
তাঁর কথায়, "এখানে সবকিছু নিয়ে রাজনীতি হয়। গতকাল পদ্মভূষণ দেওয়া হয়েছে। তা নিয়েও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। সবসময় মনে হয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে। সিপিআইএম একসময় যা করেছে, টিএমসিও তাই করছে।"
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় জানা যায় যে এবারের পদ্মভূষণ (Padma Bhushan) প্রাপকদের তালিকায় বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) নাম রয়েছে। যদিও পরে বিবৃতি দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, "পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এনিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তা হলে আমি তা প্রত্যাখ্যান করছি।"