‘বীরভূমে গরু, কয়লা, পাথর, বালি পাচারের মাস্টারমাইন্ড অনুব্রত’। ঠিক এই ভাষাতেই মমতা সরকারকে বিঁধলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগে কার্যত ব্যাকফুটে শাসক দল। এর মাঝেই বীরভূমে এসে গরু, কয়লা,বালি পাচারের অভিযোগে সরব দিলীপ। আবারও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে কাঠগড়ায় তুললেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।
বৃহস্পতিবার বোলপুরে চা চক্রে যোগ দিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেন দিলীপ। তিনি বলেন, ‘‘গরু, কয়লা, পাথর, বালি এই চারটি বিষয় বীরভূমে রয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। আর সবটাই মাস্টারমাইন্ড হিসেবে নেতৃত্ব দিয়েছেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।’’ উল্লেখ্য, গরু পাচার-কাণ্ডে বর্তমানে জেলে বন্দি রয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা।
আরও পড়ুন- Baguiati students murder: বাগুইআটিকাণ্ডে ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
দিলীপের এহেন মন্তব্যের পাল্টা সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের উপ-মুখ্য সচেতক তাপস রায় বলেন, ‘‘দিলীপ ঘোষের মতো লোকেরা যত এ ধরনের কথা বলবেন, ততই মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন ওঁরা।’’