দেব-মিঠুন অভিনীত ছবি 'প্রজাপতি' নন্দনে হল না পেতেই ফের রাজনৈতিক তরজা। এ প্রসঙ্গে তৃণমূলের(TMC-BJP on Projapoti Fim Controversy) দিকে অভিযোগের তির বিজেপির। মিঠুন চক্রবর্তী বিজেপি করেন বলেই নন্দনে শো পায়নি 'প্রজাপতি'। রবিবার এমনটাই জানালেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তবে তৃণমূলের দাবি, নন্দনে ছবি দেখানোতে মুখ্যমন্ত্রীর হাত নেই। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম(Firhad Hakim) বলেন, বিতর্কের কিছু নেই, পদ্ধতিগত কারণেই দেবের ছবির প্রদর্শনী আটকে গিয়ে থাকতে পারে (Projapoti Controversy)।
শনিবারই তাঁর নতুন ছবির হল না পাওয়া নিয়ে টুইট করেন দেব(Dev on Instagram)। তিনি লেখেন, “এবার তোমায় মিস করব নন্দন। ঠিক আছে, কোনও ব্যাপার না। আবার দেখা হবে। গল্প এখানেই শেষ।” এরপর সেই টুইটের স্ক্রিনশট ইন্সটাগ্রামে শেয়ার করে তিনি লেখেন, “শুধুমাত্র মহান ব্যক্তিরাই এই কথার অর্থ বুঝতে পারবেন।”
আরও পড়ুন- Katwa Train Fire: গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেসের কামরায় আগুন, ধোঁয়া দেখে কাটোয়া স্টেশনে থামানো হল ট্রেন
বড়দিনের ছুটিতে বড়পর্দায় ডানা মেলেছে দেব-মিঠুনের 'প্রজাপতি' (Projapoti Film Review)। ছবির কাহিনী বাবা-ছেলেকে নিয়ে। ছবির পোস্টার দেখেই তা বোঝা যাচ্ছে। পোস্টারে শুধু মিঠুন ও দেব। বাবাকে জড়িয়ে ধরে আছে ছেলে। দুই প্রজন্মের ভাবনা, আবেগ ও অনুভূতির মিশেলে এগোবে 'প্রজাপতি'-র গল্প। বাবার ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty) ও ছেলের ভূমিকায় দেব(Dipak Adhikary Dev)।