তারিখ নিয়ে এবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও খোঁচা দিলেন শুভেন্দু অধিকারীকে। ডিসেম্বরে তারিখ বেঁধে দিয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনটি তারিখের কথা উল্লেখ করেন তিনি। বলেন, ১২, ১৪, ২১। শুভেন্দুর মতে এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে এই তারিখ প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'যাঁরা তারিখ দিয়েছেন, তাঁদের জিজ্ঞাসা করুন। এই বিষয়ে আমার জানা নেই। তারিখ নিয়ে আমি রাজনীতি করি না। খালি ইলেকশনটা (ভোট) তারিখে হয়।'
এদিন তিনি আসানসোলে বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বলদান অনুষ্ঠান প্রসঙ্গেও কথা বলেন। তাঁর কথায়, 'কিছু ঘটনায় কারও হাত থাকে না। এই ঘটনা একটি দুঃখজনক দুর্ঘটনা। যেটি না ঘটলেই ভাল হত।'
পশ্চিম বর্ধমানের আসানসোলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কম্বল বিতরণ কর্মসূচিতে বুধবার পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু (Stampede in Asansol) হয়। এই মর্মান্তিক ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে, সেই নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এমনকি এই কর্মসূচির বিষয়ে যে আসানসোল উত্তর থানার পুলিশকে জানানো হয়েছিল, সেই চিঠির ছবিও পোস্ট করেন শুভেন্দু।
আরও পড়ুন- '২১ তারিখ আরও বড় কিছু?', আসানসোলের ঘটনায় শুভেন্দুকে খোঁচা দিয়ে অভিষেকের টুইট
বিবৃতি প্রকাশ করে শুভেন্দু জানিয়েছেন, তিনি ওই কম্বল বিতরণ কর্মসূচিতে থেকে চলে আসার প্রায় এক ঘণ্টা পর পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর কথা জানতে পারেন, উদ্যোক্তারা তাঁকে জানান, শুভেন্দু চলে আসার পরেই পুলিশি ব্যবস্থাপনা তুলে নেওয়া হয়েছিল, সিভিক ভলান্টিয়ারদেরও সেখান থেকে চলে যেতে বলেছিলেন ঊর্ধ্বতন আধিকারিকরা। যদিও এই ঘটনায় কোনও পক্ষেকে দোষারোপ করেননি শুভেন্দু। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।