তৃণমূলের এক আহত কর্মীকে দেখতে গেলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপির দাবি, শাসকদলের গোষ্ঠীকোন্দলে গুরুতর আহত হয়েছেন তৃণমূল কর্মী। যদিও গোষ্ঠীকোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দিলীপকেও কটাক্ষ করেছে তারা।
শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান দিলীপ ঘোষ। ওই হাসপাতালেই ভর্তি তৃণমূল কর্মী স্বপন মল্লিক। স্থানীয় সূত্রে খবর, গত ১০ এপ্রিল পূর্ব বর্ধমানের গলসিতে ওই তৃণমূল কর্মী জখম হন। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের অভিযোগ, শিড়ারাই ও পোতনার মাঝে কোথাও তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ।
স্বপনের বাড়ি মনোহরপুর সুজাপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, স্বপনের সঙ্গে বিবাদ চলছিল গ্রামের নেতা ইমদাদুল হক মল্লিক। মাস কয়েক আগে গ্রামে ঢোকার আগে কয়েকজন দুষ্কৃতী ওই নেতাকে ধরে মারধর করেন বলে অভিযোগ। তিনি এখনও চিকিৎসাধীন। তারই পাল্টা হিসেবে স্বপনের উপর হামলা বলে দাবি তৃণমূলের একাংশের।