সকাল থেকে রাজ্য বিজেপির একের পর এক নেতা ভিড় জমিয়েছেন কাশীপুরে নিহত বিজেপি কর্মীর বাড়ি। অর্জুনের মৃত্যুর খবর পাওয়ার পরই বিজেপি নেতা কর্মীদের কাশীপুরে আসার আহ্বান জানিয়েছিলেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি কল্যাণ চৌবে। সেই মতো অকুস্থলে আসতে থাকেন বিজেপি কর্মী, সমর্থকেরা। বেলা ১২টা নাগাদ কাশীপুর যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। যার জেরে এলাকায় উত্তেজনা আরও বাড়ে। তবে, পরিবারের পাশাপাশি বিজেপির অভিযোগ, এটি পরিকল্পিত খুন। রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের অভিযোগ, 'এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন।'
অন্যদিকে, এই ঘটনার জন্য বিজেপিকেই দুষলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। টুইটারে কুণাল(Kunal Ghosh) লিখেছেন, “তান্ত্রিকদের নরবলির মত। আত্মহত্যা, নাকি আসলে নিজেদেরই বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা? তাঁর সফরের মধ্যে হলে নাটক করার সুযোগও থাকছে। ওদেরই সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো? জনবিচ্ছিন্ন সরীসৃপরা প্রচার আর কুৎসার জন্য আর কত নামবে? তদন্ত চলুক।”