সিবিআই তদন্ত(CBI investigation) নিয়ে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ(BJP Leader Dilip Ghosh)। দ্রুত তদন্তের ফলাফল দেখতে চাইলেন দিলীপ। বিভিন্ন অভিযোগে চলা সিবিআই তদন্ত প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির বার্তা, ‘‘তদন্ত নয়, রেজাল্ট হওয়ার দরকার আছে।’’
বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে শাসক তৃণমূল(TMC) সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তুলে এসেছে বিজেপি(BJP)। আদালতেও এ নিয়ে মামলা হয়। সেই তদন্তে সিবিআইকে নিয়োগ করেছে আদালত(Calcutta High Court)। ইতিমধ্যে সেই তদন্তে তৃণমূলের অনেক নেতাকেই জেরা করা হয়েছে বা সমন পাঠিয়েছে সিবিআই(CBI)। কেন্দ্রীয় সংস্থা শ্লথ গতিতে এগোচ্ছে বলেও বিজেপি শিবিরের অভিযোগ রয়েছে। তবে দিলীপের আগে কোনও নেতাই এ নিয়ে এ ভাবে প্রকাশ্য মুখ খোলেননি। সিবিআই সক্রিয় না হলে আদালত অবমাননার পাশাপাশি মানুষের আস্থাও হারাবে বলে মন্তব্য করেন দিলীপ(Dilip Ghosh)।
তৃণমূল সরকার তৃতীয়বার ক্ষমতালাভের পরে শুধু ‘ভোট পরবর্তী সন্ত্রাস’-এর অভিযোগ নয়, আরও একাধিক অভিযোগের তদন্তভার সিবিআইকে দিয়েছে আদালত। এর মধ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে(Paresh Adhikary) জেরা করেছে সিবিআই। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও(Anubrata Mondal) একটি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা। কিন্তু সিবিআইয়ের(CBI investigation) শুধু তদন্ত করে থেমে যাওয়ার ভূমিকায় সন্তুষ্ট নন দিলীপ, তিনি চান গ্রেফতারি।