নিখোঁজ দ্যা ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গলের পরিচালক সনোজ মিশ্র। পরিবারের অভিযোগ, কলকাতা আসার পথেই নিখোঁজ হয়ে গিয়েছেন তিনি। এই ঘটনায় উদ্বেগ বাড়ছে পরিবারের। ষড়যন্ত্রের তত্ত্বও খাড়া করা হয়েছে এই ইস্যুতে।
জানা গিয়েছে, সম্প্রতি একটি সিনেমা তৈরি করেছেন সনোজ মিশ্র। বাংলায় ঘটে যাওয়া একাধিক ঘটনা ওই সিনেমায় তুলে ধরেছিলেন। যা তুমুল বিতর্ক তৈরি করেছিল। পরিচালকের অভিযোগ ছিল, তাঁকে বেশ কয়েকবার হুমকিও পেয়েছিলেন।
একটি বৈদ্যুতিন চ্যানেলে সাক্ষাৎকারে সনোজ মিশ্রর স্ত্রী দ্বিতী মিশ্র জানিয়েছেন, গত ১৪ অগাস্ট বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কলকাতার বিমান ধরার কথা ছিল। কিন্তু বাড়ি থেকে বেরোনোর পরেই সুইচ অফ হয়ে যায় সনোজ মিশ্রর ফোন।
কেন কলকাতায় আসছিলেন সনোজ মিশ্র?
দ্বিতী মিশ্র জানিয়েছেন, ওই সিনেমার জন্যই সনোজ মিশ্রকে তলব করা হয়েছিল। কলকাতা পুলিশ একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানানো হয়েছিল। আর সেকারণেই কলকাতায় এসেছিলেন তিনি। কিন্তু বাড়ি থেকে বেরোনোর পর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।