ক্রমেই শক্তি বৃদ্ধি করে মায়ানমারের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’ (Mocha)। রবিবার দুপুরে মায়ানমারে আছড়ে পড়ার কথা। বিশাল ক্ষয়ক্ষতির আশঙ্কা বাংলাদেশের উপকূল অঞ্চলে। প্রত্যক্ষ প্রভাব না থাকলেও মোকার পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলার উপকূলেও। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসেবে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূল থানাগুলোতে মাইকে প্রচার শুরু হয়েছে।
Cyclone Mocha: ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, দিঘায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
সকাল থেকেই কুলতলি থানার কৈখালী, মাতলা নদীতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মহড়া সেরেছে। সাবধান করা হয়েছে উপকূলবাসীকে। চালানো হচ্ছে বিশেষ নজরদারিও। কুলতলি ব্লক প্রশাসনের তরফে ইতিমধ্যে শুকনো খাবার, ত্রিপল মজুত করা হয়েছে বলে খবর। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।