রোদের প্রতাপ তেমন নেই, আকাশের মুখ সকাল থেকেই ভারী। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি লেগেই রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে। তাই লাগাতার বৃষ্টির ভোগান্তিতে এখনও সেভাবে পড়তে হয়নি বঙ্গবাসীকে। সোমবারও রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই দাবি হাওয়া অফিসের।
সোমবার থেকে কলকাতা সহ পশ্চিম ও উপকূলের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা। রাজস্থান থেকে বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগরে, এবং আরেকটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত বাংলা থেকে ওড়িশা পর্যন্ত। এই দুই অক্ষরেখার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমার লক্ষণ নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.৭ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৬৯%।