দাম্পত্য অশান্তি ছিলই, এক সময়ে ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান মা। খোরপোশের মামলা চলছিল, তারই শুনানিতে এসে জুড়ে গেল ভাঙা সংসার। নেপথ্যে স্বামী স্ত্রীয়ের একরত্তি সন্তান, বলা ভাল সন্তানের কান্না।
মায়ের সঙ্গে শিয়ালদহ আদালতে এসেছিল ৬ বছরের ছোট্ট ছেলে। বছর ৩৬-এর বাবলির অভিযোগ ছিল, স্বামী ঠিকঠাক খরপোশ দিচ্ছেন না, সেই মামলার শুনানিতে প্রায় সাত মাস পরে বাবা-ছেলের দেখা। বাবাকে দেখেই চোখে জল ছেলের। ছুট্টে গিয়ে বাবার গলা জড়িয়ে উঠে পড়ল কোলে। ছেলের কান্না দেখে কেঁদে ফেলেন বাবা স্বপন দাসও।
বেশ খানিকক্ষণ চলল ছেলের আদর খাওয়ার পালা। একরত্তিকে কেক লজেন্স কিনে দিলেন বাবা। এরপরই আদালতে ঘটনার নাটকীয় মোড় বদল। স্ত্রীয়ের বাড়ির লোক গলে জল। মামলা তুলে নিতে বললেন বাবলিকে।
এরপর কোর্ট চত্ত্বরেই দূরত্ব ভুলে ছেলের জন্যই কাছে আসা বাবা-মায়ের। এতদিনে বুঝলেন তাঁদের মনোমালিন্যে সবচেয়ে খারাপ আছে তাঁদের সন্তান। এরপরই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন দুজনে। তাহলে শেষমেশ কান্নাই জুড়ে দিল ভাঙা একটি পরিবার।