নিজের জীবনও চলে যেতে পারত। তবুও চোখের সামনে এমন হৃদয়বিদারক ঘটনা দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারেননি মালবাজারের মহম্মদ মানিক। হড়পা বানে মানুষজনকে ভেসে যেতে দেখেই সবকিছু ভুলে নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি। একা হাতেই কোনওরকমে পাড়ে টেনে তোলেন ১০ জনকে। আর তারপর থেকেই এখন 'গাঁয়ের হিরো' এই মানিক।
দশমীর রাতে মাল নদীতে নিরঞ্জন পর্ব দেখতে হাজির হন শতাধিক মানুষ। আচমকা হড়পা বান আসায় অনেকেই নদী থেকে আর পাড়ে উঠতে পারেন নি। আচমকাই বদলে যায় পরিস্থিতি। চোখের সামনে অতগুলো মানুষকে ভেসে যাতে দেখে আর স্থির থাকতে পারেননি মানিক। বন্ধুর জিম্মায় নিজের ফোনটা দিয়ে ঝাঁপিয়ে পড়েন পনেরো ফুট উঁচু থেকে। এরপরের কাহিনী হাড় মানাবে যেকোনও রোমহর্ষক সিনেমাকেও। মানিকের হাত ধরেই প্রাণে বেঁচে যান আট দর্শনার্থী। জীবন ফিরে পেয়ে তাঁদের মুখে শুধু একটাই কথা, ভাগ্যে মানিক সঙ্গে ছিল, কী দুর্দশাই হত তা না হলে।
আরও পড়ুন- BJP at Malabazar : শুক্রবার মালবাজার যাচ্ছে বিজেপির ৯ সদস্যের প্রতিনিধি দল
মহালয়ার দিনও এসেছিল এরকম হড়পা বান। প্রবল জলের তোড়ে ভেসে যায় অস্থায়ী বাঁধ। কিন্তু তাতেও টনক নড়েনি প্রশাসনের। সেখানেই ফের অস্থায়ী বাঁধ গড়ে শুরু হয় প্রতিমা নিরঞ্জন-পর্ব। ইতিমধ্যেই ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। দুর্ঘটনার পর থেকেই প্রশাসনিক গাফিলতি নিয়ে সুর চড়াচ্ছেন সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি।