বুধবার রাতে হাওড়া স্টেশনে ধুন্ধুমার বেধে যায়। আচমকাই স্টেশনের ওভারহেড পোস্টে উঠে পড়েন এক যুবক। ফলে রাত ১০টা থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যার জন্য এত কাণ্ড, তিনি আপাতত বিদ্যুতস্পৃষ্ট হয়ে হাসপাতালে। তারপরেই সেই যুবকের পরিচয় জানিয়েছে রেল পুলিশ।
জানা গিয়েছে, বছর ২৩-এর ওই যুবকের নাম শিবম মিশ্র। তিনি উত্তরপ্রদেশের বারাণসীর শোনভদ্রের বাসিন্দা বলে খবর। তাঁর বাবার নাম ত্রিলোকনাথ মিশ্র। পুলিশকে শিবম আরও জানান, বুধবার রাতে নাকি ট্রেন ধরার জন্য ওই সেতুতে উঠেছিলেন তিনি। তবে এখনও তাঁর এই কথার সত্যতা যাচাই করেনি রেল পুলিশ। ওই যুবকের থেকে আরও তথ্য জানার চেষ্টা করছেন তাঁরা।
আরও পড়ুন- Aindrila Sharma: ‘‘আর একটু থাকতে দাও ওকে,এ সব লেখার অনেক সময় পাবে’’ নেট মাধ্যমে আবেদন সব্যসাচীর
প্রথমে ট্রেনের মাথায়, তারপর একেবারে ওভারহেড পোস্টে গিয়ে ওঠেন শিবম। বুধবার রাতে যুবকের এই কাণ্ডে ঘুম ছুটে যায় রেল-পুলিশের। খবর পেতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে নামানোর চেষ্টা শুরু করে রেল পুলিশ। বিপদ এড়াতে রাত ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আধিকারিকদের সব চেষ্টা বিফলে যায়। হঠাৎ নিজে থেকেই নীচে নামতে শুরু করেন ওই যুবক। আর তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। আপাতত তিনি বিপদ্মুক্ত বলেই জানিয়েছে পুলিশ।