বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করা হল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অন্তর্গত কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। RG কর কাণ্ডের পর তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল বলে খবর। তারপরই বিরূপাক্ষকে বদলির সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর।
RG কর কাণ্ডের পর একাধিক অডিয়ো ভাইরাল হয়। তারমধ্যে একটি অডিয়োতে বিরূপাক্ষের স্বর শুনতে পাওয়া গিয়েছিল। অভিযোগ, সেই অডিয়োতে হুমকি দিতে শোনা গিয়েছিল ওই চিকিৎসককে। ওই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। আর তারপরেই পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। যদিও বিরূপাক্ষের দাবি ওই অডিয়োটি সম্পূর্ণ সাজানো। ওই অডিয়োর সঙ্গে তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই।
অডিয়ো বিতর্কের মধ্যেই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। ওই ভিডিয়োটি ধর্ষণ ও খুনের ঘটনার পরই শ্যুট করা হয়েছিল বলে দাবি। অনেকেই জানিয়েছেন, ওই ভিডিয়োতে বিরূপাক্ষকে দেখা গিয়েছিল। যদিও ওই চিকিৎসক কেন সেখানে গিয়েছিলেন সেনিয়ে সদুত্তর পাওয়া যায়নি।
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই বিরূপাক্ষকে সরিয়ে দেওয়া হল। এতদিন পর্যন্ত বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়ার আবাসিক চিকিৎসক ছিলেন বিরূপাক্ষ। বর্তমানে তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে বদলি করা হয়েছে।
অডিয়ো ও ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই বিরূপাক্ষকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন বিরূপাক্ষ। অন্যদিকে স্বাস্থ্যভবন থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে মঙ্গলবার দুপুর থেকেই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে দায়িত্বে থাকবেন বিরূপাক্ষ। এর আগে সোমবার রাতেই সাসপেন্ড করা হয়েছিল সন্দীপ ঘোষকে। তাঁকে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।