গঙ্গার পাড় থেকে উদ্ধার চিকিৎসকের (Doctor's Deadbody Recovered) দেহ। মৃত যুবকের নাম সৌরভ সাহা রায়। হাওড়ার জগন্নাথ ঘাট (Howrah Jagannath Ghat) থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। পেশায় চিকিৎসক সৌরভ। বয়স ২৬। শুক্রবার রাত থেকে দুই বন্ধু নিখোঁজ। সৌরভের বন্ধু রোহন কুমারের কোনও খোঁজ পাওয়া যায়নি।
জানা গিয়েছে, বেলুড়ের (Belur) লালাবাবু সায়র রোডে একই ফ্ল্যাটবাড়িতে থাকতেন তাঁরা । ছোটবেলা থেকেই খুব ভাল বন্ধু ছিলেন । সদ্য ডাক্তারি পাস করেছিলেন সৌরভ । অন্যদিকে, রোহন ফিল্ম স্টাডি নিয়ে পড়াশোনা করছিলেন । শনিবার দুপুরে জগন্নাথ ঘাটে ডাক্তারের লোগো লাগানো একটি স্কুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই সৌরভের মৃতদেহ গঙ্গায় ভাসতে দেখা যায়। খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে দেহ উদ্ধার করে । অন্যদিকে, রোহনের খোঁজ চলছে ।
আরও পড়ুন: Mithun Charoborty: সার্কিট হাউসে থাকার অনুমতি নেই মিঠুনের, রাজনৈতিক ষড়যন্ত্রের আঁচ পাচ্ছে বিজেপি
এদিকে, সৌরভের পরিবারের লোকজন জানাচ্ছেন, জলে প্রথম থেকেই ভয় সৌরভের । জলে নামার সাহস কোনওদিনই দেখাননি । সেখানে গঙ্গায় কীভাবে দেহ মিলল, সেটাই বুঝে উঠতে পারছেন না তাঁরা । ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ ।