সাদা কাগজে বিশ্রাম নেওয়ার পরামর্শ লিখিয়ে নেওয়ার অভিযোগ। বুধবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে এই বিস্ফোরক দাবি এক চিকিৎসকের। বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী (Chandranath Adhikari) জানিয়েছেন, অনুব্রতের মতো নেতার অনুরোধ তিনি ফেলতে পারেননি। মঙ্গলবারই তাঁর বাড়িতে গিয়েছিল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকের একটি দল। সেখানে অনুব্রতের স্বাস্থ্যপরীক্ষা হয়। বুধবার কলকাতার নিজাম প্যালেসে হাজিরার তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই (CBI)।
বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর দাবি, "আমি সরকারি কর্মচারী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানতে বাধ্য।" তাঁর দাবি, হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর নির্দেশ মতো তিনি কাজ করেছেন। চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী জানান, "আমাকে সুপার যা বলেছে, আমি তাই করেছি।" চিকিৎসক চন্দ্রনাথ জানান, তিনি পেসক্রিপশনে বেডরেস্টের উল্লেখ করেননি। কিন্তু সাদা কাগজে লিখেছেন, বিশ্রাম প্রয়োজন। তিনি জানান, হাসপাতালের সুপারকে তাঁর নামে কোনও কাগজ ইস্যু করানোর অনুরোধও করেন তিনি। কিন্তু সুপার জানান, কোনও কাগজের প্রয়োজন নেই। সাদা কাগজেই পেসক্রিপশন লিখে দেওয়ার কথা বলেন তিনি। অনুব্রতের মতো জননেতার অনুরোধ তিনি ফেরাতে পারেননি।
আরও পড়ুন: বিকিনি পরে ইনস্টাগ্রামে ছবি, সেই 'অপরাধ'-এ চাকরি খোয়ানোর অভিযোগ সেন্ট জেভিয়ার্সের অধ্যাপিকার
সোমবার সিবিআই তলব 'উপেক্ষা' করে কলকাতা এসে এসএসকেএম হাসপাতালে আসেন অনুব্রত মণ্ডল। সেখানে স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। জানানো হয় তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। এরপরই মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকের একটি দল অনুব্রত মণ্ডলের বাড়িতে যান।