ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ডাক্তারি পড়ুয়ার। তাঁর নাম পৃথ্বীরাজ দাস। বৃহস্পতিবার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তিনি কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। এদিকে ডিসেম্বরেও ডেঙ্গির দাপটে রীতিমতো চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য দফতরের কর্তাদের।
বর্ষার পর থেকে ডেঙ্গির দাপট শুরু হলেও নভেম্বরের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। কিন্তু চলতি বছরে পুরোপুরি উল্টো ছবি ধরা পড়ছে। চিকিৎসকদের অনেকেই জানিয়েছেন, ঠান্ডায় ডেঙ্গির লার্ভা খুব একটা সক্রিয় থাকে না। কিন্তু ডিসেম্বরের ঠান্ডায় কীভাবে ডেঙ্গি এত সক্রিয় হয়ে উঠল তা নিয়ে চিন্তিত চিকিৎসকরাও।
শুধু কলকাতা নয়, চলতি বছরে ডেঙ্গিতে ভয়াবহ আকার ধারণ করেছিল দুই বর্ধমান, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলির মতো জেলাগুলি। চিকিৎসকদের মতে গত এক দশকে সর্বোচ্চ ডেঙ্গির প্রকোপ সর্বোচ্চ ছিল।