উত্তরবঙ্গ থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) হেলিকপ্টার। এরপর ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। আপাতত কালীঘাটের বাড়িতেই আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বিকেলে এসএসকেএমের (SSKM) ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক রাজেশ প্রামাণিক তাঁকে দেখতে কালীঘাটের বাড়িতে যান। সঙ্গে ছিলেন এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, এদিন চিকিৎসদের একটি টিম ও একজন ফিজিওথেরাপিস্ট মুখ্যমন্ত্রীর পরীক্ষা করেছেন। ২ ঘণ্টা ফিজিওথেরাপি চলেছে। চলাফেরা কম করার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে।
আরও পড়ুন: বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী আসবে পঞ্চায়েতের আগে, দাবি রাজীবের
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপির সেশন এখন চলবে। লিগামেন্টে চোট আছে। বাঁ হাটুর ব্যথা অল্প কমেছে। আপাতত পর্যবেক্ষণে থাকবেন তিনি। মঙ্গলবার দমদম বিমানবন্দর থেকে সোজা এসএসকেএম হাসপাতালে যান। হুইলচেয়ার ফিরিয়ে দিলেও তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।