শুক্রবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে দোল উৎসব(Holi 2022)। সাধারণ মানুষ থেকে রাজ্যের মন্ত্রী, সকলেই রঙের এই উৎসবে মেতে উঠেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তেই লেগেছে রঙের ছোঁয়া।
দোলের একদিন আগেই তাঁর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পলাশবাড়িতে দোল উৎসবে অংশ নিতে দেখা গেল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে(MLA Madan Mitra)।
অন্যদিকে, বিধাননগরে দমকলমন্ত্রী সুজিত বসুকে(Sujit Bose) দেখা গেল একেবারে অন্য মেজাজে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের(Sreebhumi Sporting Club) উদ্যোগে বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন তিনি। মন্ত্রী সুজিত বসু নিজেই গান গেয়ে এই রঙের উৎসবে সামিল হন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি।
আরও পড়ুন- Holi 2022: চেনা মেজাজেই দুর্গাপুরে বসন্ত উৎসব পালন, চলল আবির খেলা ও প্রভাতফেরি
রঙের এই উৎসব থেকে বাদ পড়েনি রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ও। দোলের একদিন আগেই তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) পক্ষ থেকে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে(Durgapur Govt. College) বসন্ত উৎসব উপলক্ষ্যে আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১১টি বিভাগের মোট ১০০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
দোলপূর্ণিমার আনন্দ থেকে ছাত্রীরা যাতে বঞ্চিত না হয়, তার জন্য বৃহস্পতিবার বালুরঘাট(Balurghat) আশুতোষ বালিকা বিদ্যাপীঠের পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান ঘিরে স্কুলের ছাত্রী ও শিক্ষিকাদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সাগর ঘোষ, বিদ্যালয়ের সভাপতি বিথিকা ঘোষ সাহা এবং প্রধান শিক্ষিকা পম্পা দাস।