বিগত দু'বছর করোনার(Coronavirus) দাপটে ঘর থেকে বেরনোর উপায় ছিল না। তাই করোনার প্রকোপ কমতেই এবারের দোল উৎসবের(Dol Yatra 2022) আনন্দ চেটেপুটে উপভোগ করতে নেমে পড়ল বঙ্গবাসী। এবছর করোনার গ্রাফ নিম্নমুখী হতেই রঙের উৎসবে মেতে উঠেছে আপামোর বাঙালি।
শুক্রবার দোলপূর্ণিমার(Holi 2022) ভোর থেকেই নারী-পুরুষ নির্বিশেষে সকলেই মেতে উঠলেন রঙের উৎসবে। প্রতিবছরের মতো এই বছরও পাড়ায় পাড়ায় প্রভাতফেরির মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালিত হয়। দমদম ক্যান্টনমেন্টের(Dumdum Cant.) সুকান্ত সংঘের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এলাকার মানুষও রঙের এই উৎসবে মেতে ওঠেন।
এর পাশাপাশি ছোট ছোট শিশুদের নৃত্য-গীতের মধ্যে দিয়ে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনাভীতিকে দূরে সরিয়ে রেখে বহুদিন বাদে আবার দোল উৎসবে মেতে ওঠেন সুকান্ত সংঘের সকল সদস্যবৃন্দ।