পূর্ব মেদিনীপুরের হরিপুরের জুনপুট থেকে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করতে চলেছে DRDO। আর তা নিয়ে এলাকাবাসীদের মধ্যে শুরু হয়ে ব্যাপক আতঙ্ক। অনেকেক আশঙ্কা, এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। সামুদ্রিক মাছের ক্ষতি হবে।
কবে হবে উৎক্ষেপন?
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চের শুরু দিকে উৎক্ষেপন হতে পারে। মূলত গবেষণার জন্যই এই উৎক্ষেপন করা হচ্ছে। তার জন্য পরিকাঠামোগত বিভিন্ন কাজও শুরু হয়েছে।
জেলাশাসক জানিয়েছেন, DRDO-র ওই উৎক্ষেপনের জন্য জমি দিয়েছে রাজ্য সরকার। সব রকম সহযোগিতা করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে। অন্যদিকে মহকুমাশাসক জানিয়েছেন, উৎক্ষেপনের সময় প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে সব নিয়ন্ত্রিত করবে DRDO। সাময়িকভাবে এই এলাকার বাসিন্দাদের অন্যত্র চলে যেতে হবে। তাঁদের সবরকম ক্ষতিপূরণও দেওয়া হবে।