চাকরির আবেদনপত্র হাতে নিয়ে হন্যে হয়ে ঘোরা, এ দেশের খুব চেনা ছবি। কিন্তু, তা বলে খাবারের প্যাকেটে চাকরির আবেদন? কেউ এমন শুনেছেন কখনও? বেঙ্গালুরুর আমন খান্ডেলওয়াল একটা চাকরি খুঁজছেন বেশ কিছু দিন ধরে। ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে যোগ দিতে চাইছেন শহরের নানা স্টার্টআপ সংস্থায়। কিন্তু কী ভাবে নিজের সিভি দেবেন? আমন বেছে নিয়েছেন এক অভিনব পন্থা। জোম্যাটো ডেলিভারি বয়ের সাজে আমন পৌঁছে যাচ্ছেন শহরের নানা সংস্থার অফিসে। খাবারের বাক্সে ঢুকিয়ে দিচ্ছেন নিজের সিভি।
অধিকাংশ বাক্সেই পেস্ট্রির পাশে আমনের সিভি, সঙ্গে একটা চিঠি। তাতে লেখা, "বেশিরভাগ সিভি ময়লা ফেলার বাক্সে নষ্ট হয়, আমরটা আপনার পেটে!"
Windows update:হ্যাকারদের হাত থেকে বাঁচতে শীঘ্রই উইনডোজে এই আপডেট ইনস্টল করুন
ডেলিভারি বয় হিসেবে নিজের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন আমন, তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ কেউ বলেছেন, এমন ভাবনা এই প্রথম নয়। তবে ডিজিটাল গুরুকুল মেটাভার্সিটি নামের এক প্রতিষ্ঠান আমনের এই ভাবনায় রীতিমতো অবাক। তাঁরা আমনকে মার্কেটিং এর একটি কোর্স করানোর ইচ্ছা প্রকাশ করেছে।