কলকাতায় মত্ত অবস্থায় ধরা পড়লে টাকা দিলেই ছাড়া পাওয়ার ঘটনা আকছার হয়। কিন্তু তাতে সচেতনতা বাড়ে না, উলটে অভিযোগ, তার পরে ফের একই কাণ্ড ঘটান চালকরা। পুলিশ সূত্রের খবর, শনিবার থানা ও ট্র্যাফিক গার্ডের ওসিদের পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন, রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে কেউ ধরা পড়লে মামলা রুজু করে তাঁকে গোটা রাত থানাতেই আটকে রাখতে হবে। পরের দিন আদালত থেকে তাঁকে জামিন নিতে হবে। আলিপুর বডিগার্ড লাইন্সে আধিকারিকদের সঙ্গে বৈঠকে ওই নির্দেশ দেন কমিশনার।
ট্র্যাফিক পুলিশের একাংশের মতে, জরিমানা দিয়ে বেরিয়েই কোনও চালক ফের মত্ত অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। সেই কারণেই তাঁদের রাতভর থানায় বসিয়ে রাখতে বলা হয়েছে।
তবে পুলিশকর্মীদের অনেকের মতে, প্রায়ই দেখা যায় মত্ত চালকদের অনেকেই প্রভাবশালী। তাই তাঁদের সারা রাত থানায় বসিয়ে রাখাটা খুব সহজ হবে না।