পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজ্যে দুয়ারে সরকারের শিবির। ১ এপ্রিল থেকে ১০ দিন এই শিবির চলবে। তার পরবর্তী ১০ দিন চলবে একাধিক সরকারি কর্মসূচি। ২০ এপ্রিল পর্যন্ত দুই দফায় জেলায় জেলায় দুয়ারে সরকার প্রকল্প চলবে। বৃহস্পতিবার নবান্ন থেকে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুয়ারে সরকার প্রকল্প এবার মোট ৩২টি সরকারি প্রকল্পের কাজ হবে। যার মধ্যে খাদ্যসাথী,স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, রূপশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্প থাকছে। ১-১০ এপ্রিল জনসংযোগ ও আবেদনপত্র গ্রহণের কাজ চলবে। ১১-২০ এপ্রিল সার্টিফিকেট ও নথি তুলে দেওয়া হবে। ছুটির দিন ও রবিবার কোনও শিবির হবে না।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতেই পঞ্চায়েত ভোট হবে। দুয়ারে সরকার শিবির করে জনসংযোগ গড়ার চেষ্টা করছে রাজ্য প্রশাসন।