রাজ্যে ফের শুরু হতে চলেছে 'দুয়ারে সরকার' (Duare Sarkar) প্রকল্প। ১ সেপ্টেম্বর থেকে ফের শুরু হবে রাজ্য সরকারের (West Bengal government) অতি জনপ্রিয় এই প্রকল্পটি। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে রাজ্য সরকারের নতুন দুটি প্রকল্পের সুবিধা। এক মাস ধরে দুয়ারে সরকার ক্যাম্প চলবে বলে জানানো হয়েছে। এবারই প্রথমবার পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন ও বৃদ্ধদের পেনশনের প্রকল্পও ‘দুয়ারে সরকার’ শিবিরে যুক্ত হয়েছে।
আরও পড়ুন: লোকসভা নির্বাচনে EVM হ্যাক করার চেষ্টা করছে বিজেপি, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
উল্লেখ্য, নবান্ন (Nabanna) থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, প্রথম দফায় ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত 'দুয়ারে সরকার'-এর ক্য়াম্পে বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য় আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। বাদ যাবেন না পরিযায়ী শ্রমিকরাও। পরিষেবা মিলবে দ্বিতীয় পর্যায়ে, ১৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত।