রাজ্যের 'দুয়ারে সরকার' (Duare Sarkar) প্রকল্পকে পুরস্কৃত করতে চলেছে কেন্দ্র । সোমবার তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি পৌঁছছে নবান্নে (Nabanna) । সেখানে জানানো হয়েছে, রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্পকে দেওয়া হবে ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার (Digital India) । জানা গিয়েছে, আগামী ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে রাজ্যের প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) । কেন্দ্রের শাসকদল তথা রাজ্যের বিরোধী দল বিজেপি যখন মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলি নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে, তখন কেন্দ্রের তরফে এই পুরস্কার বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । সেক্ষেত্রে, রাজ্য সরকারের কাছে এই স্বীকৃতি বড় প্রাপ্তি ।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হয় এই প্রকল্প । ইতিমধ্যেই এই প্রকল্পের পাঁচটি দফা সম্পন্ন হয়েছে । নবান্ন সূত্রে খবর, প্রায় ৬ কোটি ৬০ লাখ মানুষের কাছে সফলভাবে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে । রাজ্যের সাধারণ নাগরিকদের কাছে যাতে বিভিন্ন সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতেই এই দুয়ারে সরকার প্রকল্প শুরু করা হয়েছিল । পাড়ায় পাড়ায় গিয়ে দুয়ারে সরকারের ক্যাম্প খোলা হয় । সেখানেই মানুষকে সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয় ।
আরও পড়ুন, Pradhanmatri Awas Yojona : আবাস যোজনায় নতুন তালিকায় নাম ঢোকাতে পারবে না পঞ্চায়েত, বদলে গেল নিয়ম
এবার ১ নভেম্বর থেকে শুরু হয় দুয়ারে সরকার কর্মসূচি । ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা আরও ৫ দিন বাড়ানো হয় । সেক্ষেত্রে, দুয়ারে সরকার প্রকল্পের এই দফার শিবির ৫ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল । কিন্তু, পরবর্তী সময়ে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে । এবছর গোটা ডিসেম্বর মাস জুড়ে চলবে 'দুয়ারে সরকার প্রকল্প'।