পুজোর কার্নিভালে নেই জলপাইগুড়ি। দশমীর রাতে মাল নদীর ঘটনার জেরে শুক্রবার জেলার কার্নিভাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল। জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, পুজোর কার্নিভাল বাতিল করা হয়েছে। কারণ, জেলার মানুষ চাইছেন না। বুধবার মাল নদীতে ঠাকুর বিসর্জনের সময় হড়পা বাণে বেশ কয়েক জনের মৃত্য়ু হয়। এরপর প্রশ্ন ওঠে এই পরিস্থিতিতে কী শুক্রবার জেলার কার্নিভাল হবে। ওই বৈঠকে অধিকাংশ পুজো কমিটি জানিয়ে দেয়, তারা এই বিষাদের মাঝে আর কোনও উৎসব চায় না।
ইতিমধ্য়েই জেলার অনেক বিশিষ্টই কার্নিভাল বন্ধ করার জন্য সমাজ মাধ্যমে নিজেদের বক্তব্য রেখেছিলেন। মূলত তাঁদের অনুরোধকে মান্য়তা দেওয়া হল এদিনের বৈঠকে। এদিন জেলার পুজো কমিটি গুলির বৈঠক শুরুর আগেই জেলাশাসক মৌমিতা গোদারা বসু ইঙ্গিত দিয়েছিলেন, কার্নিভাল সম্ভবত হচ্ছে না। বৈঠক শেষে তাতেই সিলমোহর বসল।
ইতিমধ্য়ে কার গাফিলতি মাল নদীতে ভাসানের সময় এই ঘটনা ঘটল তার রিপোর্ট চেয়েছে নবান্ন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলেছে উদ্ধারের কাজ। যদিও নতুন করে কোনও মৃতদেহ পাওয়া যায়নি।