প্রথমে শীতের নামগন্ধ নেই, এদিকে পৌষের শেষ থেকেই কখনও জাঁকিয়ে ঠান্ডা কখনও বা বৃষ্টি আবার কখনও গরম। এই আবহাওয়ার ‘মুড স্যুইং’ এর জেরে নাস্তানাবুদ বঙ্গবাসী। ঠান্ডা গরমে ঘরে ঘরে হাঁচি, কাশি, জ্বর ,সর্দি। সঙ্গে তো পেটের সমস্যা রয়েইছে। এই পরিস্থিতিতে বয়স্কদের নিয়েও বাড়ছে উদ্বেগ।
ED Raid at Kuntal Ghosh House: ১৯ কোটির ঘুঁষ! CBIএর পর যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে এবার ইডির হানা
হাওয়া অফিস সূত্রে খবর, পাততাড়ি গুটিয়ে বিদায় নিতে চলেছে শীত, শনিবার থেকেই বাড়বে তাপমাত্রা। চিকিৎসকদের পরামর্শ এই সময় সতর্কতা মেনে চলতে হবে। এই মরসুমে ভাইরাসঘটিত রোগেরও বাড়বাড়ন্ত দেখা যায়। এছাড়া দূষণ, ধূমপান থেকে শুষ্ক কাশির প্রবণতা বাড়ছে। শীতে রোগপ্রতিরোধ ক্ষমতাও কমে যায়। তাই এই সময় সতর্ক থাকা ছাড়া আর কোনও উপায় দেখছেন না চিকিৎসকরা। বাড়াবাড়ি হলে পরামর্শ নিতে হবে চিকিৎসকদের।