রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, তার আগে এপার বাংলার ঘরে ঘরে চলছে রান্না পুজোর প্রস্তুতি। কিন্তু ইলিশ ছাড়া রান্না পুজো! ভাবা যায়? অথচ ভাবতে হচ্ছে। বাজারে ইলিশের জোগান তেমন নেই। বাধ সাধল প্রকৃতি। মৎস্যজীবি থেকে খুচরো ও পাইকারি মাছ ব্যবসায়ী সকলেই।
ইলিশের আবার এবার ঘোর আকাল। সমুদ্রে গিয়েও ইলিশ ছাড়াই উপকূলে ভিড়েছে একের পর এক ট্রলার। দুর্যোগের জেরে শনিবার পর্যন্ত সমুদ্রে ইলিশ শিকারে ছিল কড়া সরকারি নিষেধাজ্ঞা।
Viswakarma Puja 2023: দেবতাদের 'ইঞ্জিনিয়র' বিশ্বকর্মা কি ঘুড়ি ওড়াতে ভালবাসতেন? পুরাণ কী বলে?
প্রাকৃতিক দুর্যোগের দরুণ সমুদ্র উত্তাল। সরকারি নির্দেশ মেনে ইলিশ শিকারে যাওয়া সমস্ত ট্রলারকে তড়িঘড়িভিড়তে হয়েছে কাকদ্বীপ, নামখানা ঘাটে। যে গুটিকতক ইলিশ কয়েকটি ট্রলারে এসেছিল সেগুলিরও বাজারমূল্য চড়া।