দমদমের নবপল্লীতে মা ও ছেলের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে দমদম থানার পুলিশ।
জানা গেছে, হাওড়ার আন্দুলের বাসিন্দা শ্রাবণী পাল ও তাঁর ছেলে সন্দীপ পাল গত ছয় মাস আগে দমদমের নবপল্লীতে একটি বাড়ি ভাড়া নেয়। প্রাথমিকভাবে সব ঠিকঠাক চললেও সমস্যার সূত্রপাত তিন মাস আগে। বাড়িওয়ালার অভিযোগ, বিগত তিন মাস ধরে বাড়ি ভাড়ার টাকা পাননি তিনি। এর মধ্যেই ৫-৭ দিনের জন্য মা ও ছেলে বাইরে যাবেন বলে জানান বাড়িওয়ালাকে। গত ২০ মার্চ ফেরার কথা থাকলেও তারপর থেকে আর তাঁদের সাথে কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু বাড়িওয়ালার সন্দেহ হতেই তিনি খবর দেন শ্রাবণী পালের ভাইকে।
আরও পড়ুন- Dev : 'ক্ষমতার নেশায় এমন না হয়ে যায়, যে মানুষ মানুষকে চিনতে পারবে না' ; বগটুই প্রসঙ্গে দেব
দু'জন মিলে এসে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ঘরের মধ্যেই মা ও ছেলের পচা-গলা মৃতদহ উদ্ধার হয়। দমদম থানার পুলিশ এসে একটি সুইসাইড নোট উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন ওই মা ও ছেলে। তবে পুলিশের প্রাথমিক অনুমান প্রায় সাত দিন আগেই মৃত্যু হয়েছে দুই জনের। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ছেলে আত্মহত্যা করলেও মায়ের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।