লাইনচ্যুত হল ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকাল। দমদম স্টেশন ঢোকার মুখে দুটি চাকা লাইন থেকে নেমে যায়। দুর্ঘটনাটি ঘটে ৯টা ৫২ মিনিট নাগাদ। কোনও বড়সড় হতাহতের খবর নেই। তবে দুর্ঘটনার জেরে কয়েকজনের সামান্য ধাক্কা লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে ওই ডাউন লোকাল দমদম স্টেশনে ঢুকছিল। সেসময় হঠাৎ বিকট শব্দ হয়। তাঁরা দেখেন একটি কামরা লাইন থেকে নেমে হেলে গিয়েছে। গতিবেগ খুবই কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করছে রেল।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলেন আধিকারিকরা। এদিকে দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। যদিও শনিবার হওয়ার ফলে যাত্রীদের চাপ কিছুটা কম রয়েছে।