দুর্গাপুজো (Durga Puja 2022) মানেই ঢাকের (Dhak) বাদ্যি । মণ্ডপে মণ্ডপে ঢাকের বাজনা জানান দেয়, মা এসেছেন । ঢাকের শব্দে মনে যেন আনন্দের রং লাগে । কিন্তু, এই ঢাকের বোলেই থাকে ঢাক শিল্পীদের খিদের সুর । সারাবছর তাঁরা দুর্গাপুজোর অপেক্ষাতেই থাকেন । পুজোয় ঢাক বাজিয়ে যে টাকা রোজগার হয়, তা দিয়ে বছরের বেশিরভাগ সময়টা চলে তাঁদের । তবে, করোনার জন্য গত দুইবছর সমস্যায় পড়তে হয়েছিল । রাজ্যের মধ্যে তো বটেই, সেইসঙ্গে বাইরের পুজোগুলি থেকেও সেভাবে ডাক পাচ্ছিলেন না । তবে এবছর ছবিটা পাল্টেছে । সুদিন ফিরছে ঢাক শিল্পীদের ।
ফের বাইরে রাজ্যের পুজোয় ঢাক বাজানোর জন্য ডাক পেলেন কালনার বারুইপাড়ার ঢাক শিল্পীরা (Kalna Baruipara Dhaki) । প্রতিবছরই প্রায় ৩৫ থেকে ৪০ জন ঢাক শিল্পী মুম্বই,পুনে,আন্ধেরি-সহ বিভিন্ন রাজ্যের দুর্গাপুজোয় যান । তবে, করোনার জন্য গত দুইবছর সেটাও বন্ধ ছিল । তবে, এবার বাইরে থেকে তাঁদের ডাক আসছে । ইতিমধ্যেই বাইরের রাজ্যের পুজো উদ্যোক্তারা ঢাক শিল্পীদের কাছে টিকিটও পাঠিয়ে দিয়েছেন । মুম্বই, পনে, হায়দরাবাদ যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন তাঁরা ।
আরও পড়ুন, Durga Puja 2022 : সামনেই পুজো, ত্বকের জেল্লা হারিয়ে ফেলছেন ? বেশি করে খান কোলাজেন-যুক্ত খাদ্য
কিন্তু, কলকাতা ছেড়ে বাইরে কেন ? ঢাক শিল্পীরা জানাচ্ছেন, বাইরে গেলে অনেক বেশি উপার্জন করা যায় । পাশাপাশি, ভাল পরিমাণ বকশিশও মেলে । তা দিয়ে বেশ কয়েকটা মাস নিশ্চিন্তে চলে যায় তাঁদের সংসার । গত দু'বছর বাইরের কাজ না পাওয়ায় বেশ সমস্যায় পড়তে হয়েছিল । তবে, এবছর অর্থনৈতিক দিকের অনেকটাই সুরাহা হবে ।