বিজ্ঞান উন্নত হয়েছে, সমাজ এগিয়েছে । কিন্তু,কিছু চিন্তাধারা আজও একইরকম রয়ে গিয়েছে । এই যেমন রূপান্তরকামী (Transgender) মানুষরা আজও সমাজে কোণঠাসা । তাঁদের নিয়ে ফিসফাস, গোপনীয়তা রয়ে গিয়েছে । কিন্তু, তাঁদেরও যে একটা জীবন আছে, ভাললাগা আছে, তাঁরাও যে একজন মানুষ, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে বহুদিন ধরেই লড়াই চালিয়ে আসছেন আসানসোলের বাসিন্দা অভিনেতা সুমন চৌধুরী (Actor Suman Chowdhury)। পুরুষ হয়ে নারীর সাজই, তার লড়াইয়ের প্রতীক । এবার দুর্গারূপে সেজে এক অন্যরকম বার্তা দিতে চাইলেন তিনি ।
দুর্গাপুজোর (Durga Puja 2022) আগে কাশবনে কিংবা অন্য জায়গায় মা দুর্গা সাজার ট্রেন্ড রয়েছে সোশ্যাল মিডিয়ায় । অনেকেই পুজোর আগে মা দুর্গার সাজে ফটোশুট করেন । সাধারণত, মেয়েরাই দুর্গা সাজেন । কিন্তু, এই ধারণাটাই বদলাতে চেয়েছেন সুমন । রূপান্তরকামীরাও যে মা দুর্গা হয়ে উঠতে পারেন, সেই বার্তা দিতেই দুর্গা সাজলেন সুমন । কাশবনে দাঁড়িয়ে, মা দুর্গারূপে বিভিন্ন পোজে ফোটোশুট করেছেন । একেবারে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে শুট করিয়েছেন ।
আরও পড়ুন, Durga Puja 2022 : মহালয়ার সুর আর শোনা যায় না রেডিওতে, আগের থেকে বিক্রি অনেকটাই কম, বলছেন ব্যবসায়ীরা
সুমন জানেন, হয়তো তাঁকে এই ফটোশুটের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হবে । কিন্তু তারপরেও তিনি থেমে থাকেননি । তিনি জানান, রূপান্তরকামীরা সমাজে সম্মান পাক । সমাজের এই কালো ব্যাধি, এই অসুর মানসিকতা দূর হোক । তবেই তার এই দুর্গার সাজ সার্থক হবে ।
আসানসোলের ছেলে হলেও কর্মসূত্রে বর্তমানে কলকাতায় থাকেন সুমন । বেশ কয়েকটি টিভি সিরিয়ালে কাজ করছেন । গত কয়েক বছর ধরে সুমনের ভাবনা, 'দাদার দিদিগিরি' । এই ভাবনার মূলমন্ত্র হল, রূপান্তরকামীদের পাশে দাঁড়ানো । যারা পুরুষ হয়ে জন্মেও নিজেদের নারী ভাবেন বা যাদের মানসিকতা নারীর মতো সেই সমস্ত রূপান্তরকামীদের পাশে দাঁড়াতে চান সুমন।