কারও পছন্দ থিম। কেউ আবার ভরসা রাখেন সাবেক প্রতিমাতে। এই দুইয়ের মেলবন্ধনে জমজমাট আসানসোলের শারদ প্রস্তুতি। করোনা পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠতেই চতুর্থীর সন্ধ্যে থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমেছে।
এবারে ৬৯ বছরে পদার্পণ করল আসানসোলের রাধানগর রোড অ্যাথেলেটিক ক্লাবের সার্বজ্জনীন দুর্গাপুজো। এবারে তাঁদের থিম 'বৈচিত্রের মহান দেশে ছোট্ট রাজস্থান'।
এই থিমে মূলত রাজস্থানের একটি ছোট্ট গ্রামকে ঘিরে গড়ে তোলা হয়েছে। গ্রাম-বাংলার পরিবেশের মধ্যে দিয়ে তৈরি হয়েছে এই ক্লাবের মণ্ডপ। বাঁশ এবং খড় দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল।
এছাড়াও দর্শনার্থীদের রাজস্থান ভ্রমনের অনুভূতি দিতে মণ্ডপে উট থেকে শুরু করে রাজস্থানী আদব-কায়দায় পুরুষ নারী মডেল-সহ সেই রাজ্যের ভিন্ন সাংস্কৃতিক দিকও তুলে ধরা হয়েছে। যা দেখতে এখন থেকেই ভিড় করছেন সাধারণ মানুষ।