দুর্গাপুজোয় (Durga Puja 2022) মণ্ডপ থেকে দুর্গা প্রতিমা...সবেতেই অভিনবত্বের ছোঁয়া আনে কলকাতার বড় দুর্গাপুজোগুলি । প্রতি বছরই নানারকম থিমে সেজে ওঠে মণ্ডপ । খিদিরপুর পল্লী শারদীয়ার ( Kidderpore Pally Saradiya) দুর্গাপুজোও তার ব্যতিক্রম নয় । তবে, এবছর তারা আরও একটা নতুন চমক নিয়ে এল । পুরনো দিনের পুজোর গন্ধকে আবার ফিরিয়ে আনল তাঁরা । পুজোর নিমন্ত্রণ পত্র বাড়ি বাড়ি বিলি করলেন পুজো উদ্যোক্তরা । মুহূর্তের মধ্যেই মর্ডার্ন কলকাতা যেন ফিরে গেল সেই সত্তরের দশকের দুর্গাপুজোয় (Durga Puja 2022) ।
খিদিরপুরের রাস্তা । পাশাপাশি বেশ কয়েকটি হাতে টানা রিক্সা দাঁড়িয়ে রয়েছে । সঙ্গে রয়েছে চালক । ফুল মালা দিয়ে সাজানো রয়েছে রিক্সা । তার পাশে হাতে শঙ্খ ফুলের সাজি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা । আর হাতে রয়েছে নিমন্ত্রণপত্র । শঙ্খ বাজছে, ঘণ্টা বাজছে । এরপর ওই রিক্সাতে করেই বাড়ি বাড়ি পুজোর নিমন্ত্রণ করতে বের হলেন মহিলারা । সম্প্রতি, শহরে এরকম ছবিই দেখা গেল । পুজো উদ্যোক্তাদের এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে সকলের ।
উদ্যোক্তারা জানিয়েছেন, শুকনো মুখে নয়, এলাকার প্রতিটি পরিবারকে মিষ্টিমুখ করিয়ে জানানো হয়েছে, কোভিড কেটে গিয়েছে । আগের চেনা ছন্দে ফিরছে এবারের পুজো । তাই সবাইকে আসতেই হবে ।