আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুরু। রবিবার সকালের এই পুণ্য তিথিতে পূর্বপুরুষদের তৃপ্ত করতে জেলায় জেলায় গঙ্গার ঘাটগগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো।
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই কলকাতা, হাওড়া, মালদা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, কোচবিহার-সহ প্রতি জেলার গঙ্গার ঘাটে ভিড় করেছেন সাধারণ মানুষ। ভোর থেকেই চলছে তর্পণ।
আজ সকাল থেকে পিতৃপুরুষকে জলদান করতে প্রচুর মানুষ ভিড় করেন বাবুঘাট, বাগবাজার এবং দক্ষিণেশ্বর ঘাটে। করোনার কারণে গত দু'বছর স্বাস্থ্যবিধি মেনে তর্পণে বিধিনিষেধ জারি করা হয়েছিল।
এই বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই করোনার প্রাক্কালের চেনা ছবি ধরা পড়ল বাবুঘাটে। একই ছবি দেখা গিয়েছে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার চাঁদমারি-সহ বিভিন্ন ঘাটে।
মহালয়ার ভোরে তর্পণ করতে বারুইপুরের সদাব্রত ঘাটেও ভিড় ছিল চোখে পড়ার মতো। পিতৃপুরুষকে জলদান করতে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন এই ঘাটে।
একই ছবি দেখা গিয়েছে বাঁকুড়ার সতীঘাটের গন্ধেশ্বরী নদীর চরেও। ভোর ৫টা থেকে মহিলা-পুরুষ নির্বিশেষে ভিড় করেছেন এই ঘাটে পূর্বপুরুষদের জল প্রদান করতে।
উত্তরবঙ্গে চলছে বৃষ্টি। মেঘলা আকাশ, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কোচবিহারের তোর্সা সংলগ্ন এলাকায় ভিড় করেছেন সাধারণ মানুষ। সেখানে চলছে তর্পণ।