আকাশে-বাতাসে কাশফুলের গন্ধ জানান দিচ্ছে মা আসছেন । কাশফুল ও দুর্গাপুজো (Durga Puja 2022) যেমন একে অপরের সঙ্গে সম্পৃক্ত, তেমনই পদ্মফুলও (Lotus) কিন্তু মায়ের পুজোর প্রধান উপকরণ । ১০৮ টা পদ্ম ছাড়া মায়ের পুজো সম্পন্ন হয় না । তাই বছরভর তেমন লাভের মুখ না দেখলেও দুর্গাপুজোর সময়টা মুখে হাসি ফোটে পদ্মচাষীদের (Lotus Farmers are in trouble) । পদ্মের ভাল চাহিদা থাকে এইসময় । কিন্তু, এবছর পদ্মফুলের জোগান খুব কম । এই অবস্থায় মাথায় হাত হাওড়ার চাষিদের । এবছর আর সেভাবে লাভের মুখ দেখবেন না বলে আশঙ্কা করছেন পদ্মচাষিরা ।
দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখার আবাদা থেকে জকপুর পর্যন্ত রেলের খাদেই মূলত ভাল মানের পদ্ম পাওয়া যায় । কিন্তু,এবছর পদ্মের আকাল । বৃষ্টির অভাবে ভাল জলের জোগান নাও হওয়ায় খুব কম পদ্ম ফুটছে । এখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন পদ্মচাষী আছেন । চাষিদের কথায় গত বছর যেখানে বিঘা প্রতি ৪০০-৪৫০ পদ্ম ফুটছিল, সেখানে এবার সেই সংখ্যাটা ১০০-১৫০ । অনেকে তো আবার মাত্র ৫০টা পাচ্ছেন । বাজারে দামও সেভাবে উঠছে না ।
আরও পড়ুন, Durga Puja 2022 : কাজ নেই, কারও মনে নেই 'অমল অসুর'-কে, ৯০ দশকের মহালয়ার প্রথম অসুরের দিন কাটছে অভাবে
প্রশান্ত মান্ন নামে এক পদ্মচাষী জানাচ্ছেন, বৃষ্টির অভাবে ফুল ভাল হচ্ছে না । করোনা আবহে গত বছর ভালই ব্যবসা হয়েছিল । কিন্তু, এবছর সেই আশা নেই । বাজারে এখন খুব কম দামেই বিক্রি হচ্ছে । ফলন কম হলে লাভও কম হবে । সেক্ষেত্রে,সরকারি সাহায্য বা অনুদানের আশায় রয়েছেন ।