পুজো (Durga Puja 2022) মানেই মণ্ডপে মণ্ডপে ভিড়, উত্তর থেকে দক্ষিণ লাইন ঠেলে ঠাকুর দেখা । ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে পুজো পরিক্রমা । কিন্তু,অনেকেই আছেন, যাঁরা এত ভিড়, লাইন দিয়ে ঠাকুর দেখা পছন্দ করেন না । আবার অনেকের হয়তো ইচ্ছা থাকলেও উপায় হয় না । বিশেষ করে বাড়ির বয়স্ক মানুষগুলোর পুজো কেটে যায় বাড়িতেই । অভিনব থিমে (Puja Theme) সেজে ওঠা মণ্ডপ ও ঠাকুরের আর দর্শন করা হয়ে ওঠে না । কিন্তু, এই গল্পটা কয়েক বছরের পুরনো । এখন ডিজিটাল (Digital) যুগ । ডিজিটাল দুনিয়ায় সব ব্যবস্থা ভার্চুয়াল (Virtual) । ঠাকুর দর্শনও করা যায় ভার্চুয়ালি । গত কয়েকবছরের মতো এবারও অনলাইন অ্যাপের সাহায্যে ঘরে বসেই নেওয়া যাবে মণ্ডপ ঘোরার মজা ।
ভি-আর প্রযুক্তির মাধ্যমে পুজো দেখার অনুভূতি তৈরি করে 'দ্য পুজো অ্যাপ' (The Pujo App)। এক ক্লিকেই আপনি পৌঁছে যেতে পারেন আপনার পছন্দের মণ্ডপে । কোনও ভিড়, কিংবা লাইনে ঠেলাঠেলি করা ছাড়াই একেবারে পৌঁছে যেতে পারবেন প্যান্ডেলের প্রাণকেন্দ্রে, একেবারে মায়ের সামনে । মনেই হবে না যে আপনি ওই পুজো (Durga Puja 2022) মণ্ডপে নেই । আর যদি ভি-আর বক্স এবং ৩ডি গ্লাস কিনে নেন, তাহলে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে মণ্ডপ ঘোরার মজা আরও দ্বিগুন হবে । এভাবেই পৌঁছে যেতে পারবেন নাকতলা উদয়ন সংঘ থেকে সুরুচি কিংবা কলেজ স্কোয়্যার থেকে শ্রীভূমি । মাঝে একডালিয়া, হাজরা পার্ক, বেহালা নূতন দল, ঠাকুরপুকুরের এসবি পার্কের পুজোও ঘুরে আসতে ভুলবেন না ।
আরও পড়ুন, Editorji Exclusive: Kumortuli: পাঁচটা দিনের উৎসব! তারই প্রস্তুতিতে বছরভরের প্রস্তুতি কু্মোরটুলিতে
পুজো দেখার জন্য কোনও কিছু ডাউনলোড করার প্রয়োজন নেই । গুগলে সার্চ করে ‘দ্য পুজা অ্যাপ’-এ ঢুকে পড়লেই কেল্লাফতে । টাইপ করুন thepujaapp.com । এরপর ওয়েবসাইটে দেওয়া তালিকা থেকে খুঁজে নিন পছন্দের পুজো মণ্ডপ । এক ক্লিকেই পৌঁছে যাবেন আপনার পছন্দের পুজো মণ্ডপে ।
দশ বছর পূর্ণ করল 'দ্য পুজা অ্যাপ'। লেকটাউন কালিন্দি এলাকার কয়েকজন মিলে প্রথম এই অ্যাপ তৈরি করেন । যার মধ্যে অন্যতম সৌম্যাদিত্য মুখোপাধ্যায় এবং অর্পণ চট্টোপাধ্যায়। আন্তর্জাতিক স্তরে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাপ শুরু হয় । কলকাতার পুজো গোটা দুনিয়াকে দেখানোই উদ্দেশ্য । রিও কার্নিভ্যাল কিংবা প্যারিসের মিউজিয়ামের ভার্চুয়াল ট্যুরের আদলে শহরের সেরা পুজো মণ্ডপগুলোর ভার্চুয়াল ছবি গোটা বিশ্বে পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ।