রথ (Ratha Yatra 2022) মানেই দুর্গাপুজোর (Durga Pujo 2022) প্রস্তুতি শুরু । এদিন থেকেই শুরু হয়ে যায় বনেদি বাড়ির কাঠামো পুজো । বিভিন্ন পুজো কমিটিগুলিতে খুঁটিপুজো (Khuntipujo) হয় রথের দিনই । এদিন, নিয়ম-রীতি মেনেই সাড়ম্বরে খুঁটিপুজোর অনুষ্ঠান পালন করা হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে (Shreebhumi Sporting Club) । খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব কর্তা ও মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ।
এবছর শ্রীভূমির সুবর্ণজয়ন্তী বর্ষ । প্রতি বছরের মতো এবছরও রথের দিন খুঁটিপুজোর আয়োজন করা হয় । গত দুবছর করোনার জন্য নম নম করেই সারতে হয়েছিল খুঁটিপুজো । তবে, এবার জাঁকজমকভাবে তা পালন করা হল । ক্লাবের অন্যান্য সদস্যদের সঙ্গে পুজোয় সামিল হন সুজিত বসু । পুজো দেন, আরতি করেন । পুরোহিতের মন্ত্রোচ্চারণে, ঢাকের বাদ্দ্যিতে জানান দিয়ে গেল মা আসছে ।
আরও পড়ুন, Ratha Yatra 2022 : মল্লভূমে প্রাচীন রীতি মেনে সাড়ম্বরে পালিত হল রথযাত্রা
কলকাতার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব । প্রত্যেকবারই, তাদের পুজোয় কোনও না কোনও চমক থাকে । গতবার যেমন বুর্জ খলিফার আদলে মন্ডপ তৈরি করেছিল । এবছর আবার সুবর্ণজয়ন্তী । সেক্ষেত্রে, এবারের থিম, মণ্ডপও যে অভিনব হবে, তা বলার অপেক্ষা রাখে না ।