দুর্গাপুজোয় উত্তরবঙ্গ (North Bengal) যেতে চান ? টিকিট পাবেন কি না চিন্তা করছেন ? আপনাদের মুশকিল আসান করতে বিশেষ ঘোষণা করল পূর্ব রেল । পুজো স্পেশাল ট্রেন (Pujo Special Train) চালানো হবে । দুর্গাপুজোয় ভিড় এড়ানোর জন্য বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শিয়ালদা-নিউ জলপাইগুড়ি (Sealdah-New Jalpaiguri) শাখায় একাধিক স্পেশাল ট্রেন চালুর ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ ।
শিয়ালদা-নিউ জলপাইগুড়ির (Sealdah-NJP)পর্যন্ত আরও বেশি সাপ্তাহিক ট্রেন চলবে । ৫ সেপ্টেম্বর থেকে টিকিট বুকিং শুরু হবে।
আরও পড়ুন, Durga Puja Rally: জেলায় জেলায় দুর্গাপুজোর শোভাযাত্রা, ঢাকের তালে রাজ্যজুড়েই পুজোর আবহ
আগামী ৬ অক্টোবর রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। যা পরদিন সকাল ১০ টা ১০ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে ।
আগামী ৭ অক্টোবর সেই ট্রেন চলবে। সেদিন বেলা ১২ টায় নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বে। যা সেদিন রাত ১১ টা ৩৫ মিনিটে শিয়ালদায় পৌঁছবে।
আগামী ১৩ অক্টোবর থেকে পরিষেবা শুরু হবে। চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। প্রতি বৃহস্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। যা পরদিন সকাল ১০ টা ১০ মিনিট নিউ জলপাইগুড়িতে পৌঁছবে।
প্রতি সপ্তাহে শুক্রবার বেলা ১২ টায় নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। সেদিনই রাত ১১ টা ৩৫ মিনিটে শিয়ালদায় পৌঁছবে। ১৪ অক্টোবর থেকে পরিষেবা শুরু হবে। চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ।
এছাড়া, হাওড়া-রক্সৌল ও শিয়ালদা-গোরক্ষপুরের মাঝে আরও বেশ কয়েকটি সাপ্তাহিক বিশেষ ট্রেন (Special Trains) চালাবে পূর্ব রেল। ১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর হাওড়া (Howrah) থেকে রক্সৌলের (Raxaul)মধ্যে একটি ট্রেন চলবে। যে সব রুটে যাত্রীদের যাতায়াত বেশি থাকে, টিকিটের চাহিদা অনেক বেশি থাকে, ওইসব রুটেই বাড়তি ট্রেন চালানোর কথা জানিয়েছে পূর্ব রেল।