মহালয়ার (Mahalaya) ভোর । রেডিওতে চলছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্রপাঠ । মহালয়ার সকালের এই দৃশ্যটা কয়েকবছরের পুরনো । এখন কিন্তু ছবিটা একটু হলেও পাল্টেছে । একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বাঙালি আর রেডিওতে (Radio) নয়, মোবাইলেই শুনে নিচ্ছে মহালয়া । এখন তো আবার টিভিতে বিভিন্ন চ্যানেলে (TV Channel) মহালয়া দেখার চল হয়েছে । তাই,রেডিওর (Mahalaya in Radio) দোকানগুলিতেও আর আগের মতো ভিড় নেই, রেডিওতে জমছে ধুলো ।
একটা সময় ছিল, যখন মানুষের ঘরে ঘরে রেডিও থাকত । তার কদরও ছিল । বিশেষ করে মহালয়ার দিন প্রত্যেক বাঙালির ঘরে রেডিও ব্যবহার করা হতো । কিন্তু আর ঘরে ঘরে সেভাবে রেডিও দেখা যায় না । মোবাইল আর ইন্টারনেটের যুগে তা হারিয়ে গিয়েছে । তবে, এখনও অনেক মানুষ আছেন বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে, যাঁদের রেডিওতে মহালয়া না শুনলে মন ভরে না ৷ তাই আজও মহালয়ার আগে রেডিওর দোকানগুলিতে একটু-আধটু মানুষের দেখা মেলে ।
আরও পড়ুন, Durga Puja: Flower Market: পুজো আসছে, আশায় বুক বাঁধছেন পদ্মচাষিরা
বীরভূমের এক ব্যবসায়ী বলরাম গড়াই বলছেন,মহালয়ার আগে মানুষ রেডিও কিনতে আসে । এবারও এসেছেন । তবে তা হাতে গোনা । একটা সময় যে পরিমাণ রেডিও বিক্রি হতো, তা এখন অনেকটাই কমেছে । এর জন্য, মোবাইল ও ইন্টারনেটের যুগকেই দায়ি করছেন তাঁরা ।