আজ মহাসপ্তমী। শাস্ত্রমতে সপ্তমীতে সপরিবারে মা দুর্গার গৃহপ্রবেশের দিন। সকাল থেকেই নবপত্রিকা স্নান এবং দুর্গাপুজোর রীতি রেওয়াজের ব্যস্ততা দুর্গাপুরের গোপাল মাঠের রায় বাড়িতে। ৩০০ বছরের পুরানো এই বাড়ির পুজোর বিশেষত্ব হল, নবপত্রিকা স্নানের পরেই সিঁদুর খেলা। দশমীতে নয়। সপ্তমীর সকালেই রায় পরিবারের মহিলারা সিঁদুর খেলায় মাতেন।
এই রায় পরিবার দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরির সময় পুনর্বাসিত হয়েছিল । সেই সময় থেকে দুর্গা পুজোর সূচনা হয়। একই ঐতিহ্য এবং সাবিকিয়ানা অনুযায়ী পুজো করা হয় এখানে। সপ্তমীতে সিঁদুর খেলা ছাড়াও, প্রথা মেনে অষ্টমীর অঞ্জলি, সন্ধিপুজো এবং পূর্ণাহুতি হোম হয়।
এছাড়াও নরনারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ এই পুজোর একটি বিশেষ অংশ। তবে, দশমীতে সিঁদুর খেলা হয় না। এইদিন শুধুমাত্র প্রতিমাকে মিষ্টিমুখ করিয়ে সিঁদুর দিয়ে বরণ করা হয়।