ক্যালেন্ডার বলছে হাতে আর কয়েকটা দিন। জোর কদমে চলছে প্রস্তুতি। রীতিমতো নাওয়া খাওয়া ছেড়ে তিলোত্তমাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন চন্দননগরের আলোক শিল্পীরা। আর প্রতি বছরই সাম্প্রতিক ইস্যুর কথা মাথায় রেখে আলোক সজ্জা (Lighting Theme) করা হয়।
চলতি বছরের সাম্প্রতিকতম ইস্যু চন্দ্রযানের (Chandryaan) সফল অবতরণ। চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের অভিযানকেই এই বছর থিম হিসেবে বেছে নিয়েছেন আলোকশিল্পীরা।
আরও পড়ুন - কলকাতার বুকেই এবার অযোধ্যার রামমন্দির, পুজোর এই অভিনব থিমে সাজছে কোন ক্লাব ?
এই বারের আলোর খেলায় ফুটিয়ে তোলা হবে চন্দ্রযান-৩ এর ভারত থেকে চাঁদে সফল অবতরণ এবং চাঁদের কক্ষপথে ঘুরে বেড়ানো দৃশ্য। সবই থাকবে চলতি বছরের লাইটিংয়ে।