পুজো কদিন রাত জেগে ঠাকুর দেখার চল গোটা বাংলাজুড়েই। মহিলাদের জন্য রাস্তাঘাট আরও নিরাপদ করে তুলতে তৎপর পুলিশ প্রশাসন। টহলদারি চালাবে মহিলা পুলিশের বিশেষ টিমও।
বারুইপুর পুলিশ জেলার তরফে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে সম্প্রতি। এই গাইড ম্যাপে থাকছে একটি বিশেষ কিউআর কোড। এই কোড স্ক্যান করলেই বারুইপুরের বিভিন্ন পুজো মণ্ডপগুলির দূরত্ব থেকে শুরু করে যাবতীয় তথ্য পেয়ে যাবেন দর্শনার্থীরা। রাত বিরেতে পুলিশি সাহায্যও পাওয়া যাবে এই কিউআর কোড থেকে। পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, থানা কোথায় রয়েছে, সব তথ্য পাওয়া যাবে গাইড ম্যাপ থেকে।
বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানাচ্ছেন, এবারের গাইড ম্যাপকে ডিজিটাল আকারে নিয়ে আসা হয়েছে। গাইড ম্যাপের মধ্যে থাকা কিউআর কোড স্ক্যান করলেই পুলিশের সহায়তা কেন্দ্র, হাসপাতাল, রেলওয়ে স্টেশন… কোথায় কোনটা আছে, সব তথ্য পেয়ে যাবেন দর্শনার্থীরা।