নতুন বাইক কিনেছিলেন অষ্টমীতে (Durga Puja Asthami)। ওই বাইকে চেপেই সারা রাত ঠাকুর দেখেছিলেন দুই ভাই। নবমীর ভোরে বাড়ি ফেরার কথা ছিল দুজনের। কিন্তু আর বাড়ি ফেরা হল না। ভয়াবহ পথদুর্ঘটনা প্রাণ কাড়ল দুই ভাইয়ের।
দুর্ঘটনাটি ঘটেছে ওল্ড মালদহ (Old Malda) থানার মুচিয়া মহাদেবপুরে রামপাড়া এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ বছর বয়সী অভিষেক হালদার, ২২ বছর বয়সী সুজন হালদারের। দু'জনেই হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রের খবর, অষ্টমীর রাতেই নতুন বাইক নিয়ে আসা হয়েছিল বাড়িতে। ওই রাতেই মামাতো ভাই সুজনকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলেন অভিষেক। সারা রাত ঠাকুর দেখে সকালে দুই ভাই বাইক নিয়ে মালদহের দিক থেকে হবিবপুরে ফিরছিলেন।
আরও পড়ুন - ভালোয় ভালোয় কাটল নবমীর সকাল, বেলা বাড়লেই কি বৃষ্টি?
সেই সময় হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকা থেকে একটি মিনি বাস মলদহের দিকে আসছিল। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যান সুজন। অভিষেককে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হলে তাঁরও মৃত্যু হয়। দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।