বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে দলের বৈঠকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "দুর্গাপুজোতে দেখেছেন, জেদ থাকলে ঠিক হয়। করতে করতে আমরা ইউনেসকোর স্বীকৃতি আদায় করে নিয়েছি। আগামী দুর্গাপুজোর ১০ দিন আগে থেকে ফেস্টিভ্যাল শুরু করব আমরা। ইউনেসকোর হেরিটেজের জন্য।"
প্রসঙ্গত, গত সপ্তাহেই ইউনেসকোর স্বীকৃতি পেয়েছিল দুর্গাপুজো। ইউনেসকো'র 'ইনট্যানজিবল হেরিটেজ'-এর স্বীকৃতি পায় শারদোৎসব। ১৩-১৮ ডিসেম্বর পর্যন্ত প্যারিসে আয়োজিত হওয়া ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’-কে ইউনেসকোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-র তালিকায় স্থান দেওয়া হয়।